ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার বরখাস্ত

প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

অসদাচরণ, ঊর্ধ্বতন কর্মকর্তাগণের আইনসঙ্গত আদেশ অমান্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. সোলায়মান সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে তাকে বরখাস্তের পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ওই বিষয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর  থেকে এ সংক্রান্ত পত্র ইস্যূ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোলায়মান সিকদার ভাইস-চ্যান্সেলরের অনুমোদন ব্যাতিরেকে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার লোকমান ফকির মহিলা কলেজে অধ্যক্ষ নিয়োগের অনুমতি সংক্রান্ত সিদ্ধান্তমূলক পত্র প্রস্তুত ও যাচাই করে তা ইস্যূ করার জন্য ফাইল উপস্থাপন করেন, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারি (শৃংখলা ও আপিল) সংবিধি-৮ এর পরিপন্থী।

এ অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ ব্যাপারে বরখাস্তের পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ওই বিষয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

তবে সাময়িক বরখাস্তকালীন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি সংবিধি অনুযায়ি খরপোষ ভাতা পাবেন। তার জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোলায়মান সিকদারের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায়। তিনি প্রায় এক বছর আগে ওই পদে নিয়োগ পেয়েছেন।

এমএএস/আরআই