ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরীর অশ্লীল ছবি তোলার সময় আটক ১

প্রকাশিত: ১০:১৭ এএম, ০৮ এপ্রিল ২০১৫

কুষ্টিয়ার ভেড়ামারায় মোবাইল ফোনে এক প্রতিবন্ধি কিশোরীর অশ্লীল ছবি তোলার অপরাধে মাহাবুল (৫২) নামে এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাশেরদিয়াড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বাশেরদিয়াড় গ্রামের চেয়ারম্যান গেটের পাশে একটি আম বাগানের মধ্যে মাহাবুল একই গ্রামের প্রতিবন্ধি মেয়ের (১৭) সঙ্গে শ্লীলতাহানীর উদ্দেশ্যে মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মোবাইল ফোন জব্দ করেন।

এমএএস/আরআই