খোলা হলো নারায়ণগঞ্জ বিএনপি কার্যালয়ের তালা
সরকার বিরোধী আন্দোলনে গ্রেফতারের ভয়ে দলের নেতাকর্মীরা এলাকা ছেড়ে গাঁ ঢাকা দেয়ার আবার এলাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দলের চেয়ারপরসন বেগম খালেদা জিয়া কার্যালয় থেকে বাসায় ফিরে যাওয়ায় নারায়ণগঞ্জের নেতাকর্মীদের মাঝে একটি স্বস্তি ফিরে এসেছে। আর টানা তিন মাস বন্ধ থাকার পর সোমবার বিকেলে খোলা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। বিকেল পৌনে ৪টায় স্থানীয় বিএনপির নেতারা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকাতে অবস্থিত দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং সেখানে সংক্ষিপ্ত সভা করেছে।
তালা খুলে দেওয়ার মূল উদ্যোক্তা ছিলেন সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম শকু।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, আইনজীবী নেতা জাকির হোসেন, সরকার হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৫ জানুয়ারির পর থেকে এ কার্যালয়টি বন্ধ ছিল। এর মধ্যে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অনেকেই এখন কারাগারে।
এমএএস/আরআই