ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০২:১০ এএম, ০৬ এপ্রিল ২০১৫

গাজীপুরের কালিগঞ্জে নলছাটা এলাকায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্ন্ধ রয়েছে। সোমবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে

আড়িখোলা ষ্টেশন মাষ্টার খলিলুর রহমান জানান, রাত ৩টার দিকে আড়িখোলা রেল ষ্টেশনের অদূরে মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে দু’দিকের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রামগামী পারাবত ও কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর ট্রেন এবং চট্টগ্রামগাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকাগামী সিলেট এক্সপ্রেস ট্রেনগুলো বন্ধ রয়েছে। এতে করে ট্রেনে যাতায়াত কার অফিসগামী সাধারণ যাত্রীরা বিপাকে পগেছে। তবে যাত্রীদের কথা চিন্তা করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য ভোর ৫টা থেকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রেখেছে।

এসএইচএ/এমএস