ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া বিদ্যুৎবিচ্ছিন্ন

প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

শনিবার সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার পর কেটে গেছে ২৪ ঘণ্টারও বেশি, কিন্তু বগুড়া শহরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি এখনও।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুরো জেলায় পুনঃসংযোগে দিতে আরও এক সপ্তাহ লাগবে।

বগুড়া পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সামুছুদ্দীন আহমেদ জানান, শনিবার সন্ধ্যা ৬টার ঝড়ে পুরো বিদ্যুৎ ব্যবস্থাই ভেঙ্গে পড়েছে। মাঠ পর্যায়ে কাজ চলছে। তবে, পল্লী বিদ্যুতের সম্পূর্ণ এলাকায় বিদ্যুৎ চালু করতে এক সপ্তাহ সময় লাগবে।

পল্লী বিদ্যুতের আওতায় বগুড়ায় ৬ হাজার ৩শ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বগুড়ায় বিদ্যুৎ চালিত ১২ হাজার সেচ পাম্প বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে গেছে।

বগুড়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সুপারিনটেনডেন্ট মো. হজরত আলী জানান, রোববার সন্ধ্যায় শহরের সূত্রাপুর এলাকায় সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে, পুরো শহরে বিদ্যুৎ পুর্ণাঙ্গভাবে সরবরাহ করতে কয়েকদিন সময় লাগবে।

ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে তার বিচ্ছিন্ন হওয়ায় এ অবস্থা হয়েছে বলে তিনি জানান।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চন্ডি দাস কুন্ডু জানান, এ মুহূর্তে ইরি-বোরো চাষে সেচ খুবই জরুরি। এখন ধান গাছে ফুল আসার সময়। বিদ্যুতের অভাবে সেচ পাম্পগুলো বন্ধ থাকলে ক্ষতি হবে বলেও আশাঙ্কা প্রকাশ করেন তিনি।

এসআরজে