ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহবধূ ওয়াহিদা সিফাত হত্যা : স্বামী পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় আইনজীবী মোহাম্মদ আলী রমজানের পুত্রবধূ ওয়াহিদা সিফাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে রাজশাহী চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম গ্রেফতারকৃত পিসলিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানান।

রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সিফাত হত্যা মামলায় গ্রেফতারকৃত স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে এ মামলায় অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। তাদের গ্রেফতার করতে বিবিন্ন এলাকায় অভিযান চলছে।

প্রসঙ্গত, ৩১ মার্চ মঙ্গলবার রাতে নগরীর প্রভাবশালী আইনজীবী মোহাম্মদ আলী রমজানের ‘সুখনীড়’ নামের বাড়িতে গৃহবধূ সিফাতের মৃত্যু হয়। প্রথমে এ ঘটনা আত্মহত্যা বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রচার করা হলেও বৃহস্পতিবার মামলা দায়েরের পর থেকে নানা তথ্য বের হতে থাকে।

এমএএস/আরআইপি