ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে লাফ দিয়েও রক্ষা পায়নি ছিনতাইকারী

প্রকাশিত: ০৩:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় বরিশালের যাত্রীবাহী লঞ্চ থেকে ছিনতাই করে নদীতে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না ছিনতাইকারী সেলিমের (৪০)। তাকে এলাকাবাসী নদী থেকে তুলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে সোমবার রাত ১১টায় তাকে পুলিশে দেয় স্থানীয় জনতা। গ্রেফতার ছিনতাকারী সেলিম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার উত্তর বেতকার বিষু কন্ট্রাকটারের ছেলে।

ফতুল্লা মডেল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি এনামুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বরিশালগামী তারাপদ-৯ নামক যাত্রীবাহী লঞ্চ ঢাকার সদরঘাট থেকে যাত্রার সময় সেলিম যাত্রী সেজে লঞ্চে উঠে। সোমবার রাত ১১টায় বুড়িগঙ্গা নদীর বক্তাবলীর লঞ্চ ঘাটে সেলিম এক যাত্রীর কাছে থাকে ব্যাগ নিয়ে নদীতে লাফ দেয়।

তখন বক্তাবলীর যাত্রীবাহী ট্রলার নিয়ে এলাকাবাসী ডাকাত মনে করে ছিনতাইকারী সেলিমকে নদী থেকে তুলে গণধোলাই দেয়। পরে বক্তাবলীর নৌ-পুলিশের এসআই রাজ্জাক এলাকাবাসীর কাছ থেকে সেলিমকে উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করে। তবে সেলিমের কাছ থেকে উদ্ধার করা ব্যাগের মধ্যে ইমিটেশন চেইন, কানের দুল পাওয়া যায়।

তিনি আরও জানান, ছিনতাইকারী সেলিম দীর্ঘদিন ধরে সদরঘাট থেকে লঞ্চে উঠে ছিনতাই করে নদীতে লাফিয়ে পড়ে লুটে নেয়। তার বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি