বাবার হাতে ছেলে খুন
পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাবার হাতে ছেলে খুন হয়েছেন। নিহতের নাম নাজমুল হোসেন (২৫)।
শনিবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার খলিল মিস্ত্রির গ্যারেজের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মোগরাপাড়া ইউপির ছোট সাদিপুর এলাকায় আলী আকবর (৫০) তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি একাধিক বিয়ে করার কারণে প্রায়ই এ নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো।
শনিবার সন্ধ্যায় ছেলে নাজমুল হোসেন বাবা আলী আকবরের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়লে একপর্যায়ে ছেলেকে এলোপাতাড়িভাবে মারধর করেন আলী আকবর।
এতে ছেলে নাজমুল অসুস্থ হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে নাজমুল মারা যায়। ছেলের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বাবা আলী আকবর ঘটনাস্থলে থেকে পালিয়ে যান।
সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম