ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লৌহজংয়ে হাজত থেকে আসামির পলায়ন

প্রকাশিত: ১০:২৫ এএম, ০৪ এপ্রিল ২০১৫

মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে হাজতের জানালার রড ভেঙে ফারুক মোড়ল (২৮) নামের এক আসামি পালিয়ে গেছে।

শনিবার ভোরে লৌহজং থানায় এ ঘটনা ঘটে।

লৌহজং থানা ভবনটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় বর্তমানে উপজেলা পরিষদের দেয়ালসহ দরজা-জানালা মরিচা ধরা ও জরাজীর্ণ পরিত্যক্ত একটি ভবনে থানার কার্যক্রম চলছে।

লৌহজং থানা পুলিশের ওসি রিজাউল হক জানান, আদালতের সময় শেষ হওয়ায় তাকে থানার হাজতে রাখা হয়। ভোরে ফারুক হাজতের জানালার জং ধরা রড ভেঙে পালিয়ে যান। হাজতখানা ভেঙে পালিয়ে যাওয়ায় মাদক মামলার আসামি ফারুকের বিরুদ্ধে ২২৪ ধারায় আরেকটি মামলা হয়েছে।

এমজেড/আরআই