কম্পিউটারে পর্নোগ্রাফি : কারাগারে যুবক
লালমনিরহাটের হাতীবান্ধায় কম্পিউটারের দোকানে পর্নোগ্রাফি রেখে যুবকদের কাছে বিক্রি করায় দায়ে আশরাফুল আলমকে (৩০) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলম হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
জানা গেছে, উপজেলার নওদাবাস বাজারে কম্পিউটারে পর্নোগ্রাফি রেখে যুবকদের কাছে মুঠোফোনে বিক্রয় করছে আসছে এমন সংবাদের ভিতিতে বৃহস্পতিবার রাতে নওদাবাস বাজারে অভিযান চালিয়ে ওই যুববকে আটক করে পুলিশ। এসময় কম্পিউটারটি জব্দ করা হয়।
আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে পর্নোগ্রাফি রেখে যুবকদের কাছে বিক্রি করার অপরাধে তাকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে সাজাপ্রাপ্ত যুবককে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
রবিউল হোসেন/এআরএ/এমএস