ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের তাড়া খেয়ে বাল্য বিয়ের আসর থেকে পালালো বর

প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০৪ এপ্রিল ২০১৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাল্য বিয়ের আসরে হানা দিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ লোকজন ধান ক্ষেত দিয়ে পালিয়ে গেছে। শুক্রবার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সাগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, উপজেলার মহিষালবাড়ি সাগরপাড়া গ্রামের দিনমজুর আফজাল হোসেনের মেয়ে নিশি খাতুনের (১১) বিয়ের আয়োজন করা হয় একই গ্রামের মাইনুল ইসলামের ছেলে আবদুল করিমের (১৮) সঙ্গে। যথাসময়ে উপস্থিত অতিথিরা। বিয়ে বাড়িতে বরসহ বর পক্ষের লোকজন উপস্থিত। বাল্যবিয়ের সংবাদ পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বরের আত্মীয়রা ধান ক্ষেত দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে মেয়ের বাবার মুচলেকা আদায় করে পুলিশ।

এসআই রুহুল অমিন আরো জানান, মহিষালবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর বিয়ে হতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেন। এরপর সেখানে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না, আফজাল হোসেনের কাছ থেকে এমন মুচলেকা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচএ/এমএস