ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবি : আরো ৪ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৪ এপ্রিল ২০১৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় শনিবার আরো ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে এ মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার করা মরদেহের সংখ্যা দাঁড়ালো ১৪।

এর আগে, শুক্রবার ৩ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন নারী ও ২ জন যুবক। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জামিলা খাতুন (৬৫) নামে আরো এক বৃদ্ধা এবং বিকেলে রাসেল (২২) ও আলমগীর হোসেন (৩০) লাশ উদ্ধার করা হয়। আলমগীরের পিতা মৃত কোরবান আলী।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মমতাজউদ্দিন লাশ দুটি উদ্ধারের সত্যতা স্বীকার করেন।

নিহত জমিলা খাতুন ঢাকার লালবাগ শহীদনগর এলাকার মৃত আবদুর রশিদের স্ত্রী। আর রাসেল একই এলাকার রাজকুমারের ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মতলবের লেংটার মেলা থেকে ঢাকা লালবাগ যাওয়ার পথে নারায়ণগঞ্জ ফতুল্লার আলীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মধ্যবর্তী স্থানে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেড ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহত প্রত্যেক পরিবারকে ২০হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

এআরএস/এমএস