ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই স্কুলছাত্রীর কিডনি ও চোখ অপসারণের পর হত্যা

প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত সীমান্তবর্তী গ্রামে পাঁকায় দুই স্কুল ছাত্রীর কিডনি ও চোখ অপসারণের পর হত্যার ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দোভাগী গ্রামের আরিফ হোসেনের স্ত্রী মেসনারা বেগম (৩০) ও একই গ্রামের আনারুল আলমের স্ত্রী আক্তারা বেগম (২৫)।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ১৫জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ শুক্রবার ভোররাতে এদের গ্রেফতার করা হয়েছে বলে শিবগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান। গ্রেফতারকৃতরা এজাহারভূক্ত আসামী বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ শনিবার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কানছিড়া ডাক্তারপাড়া গ্রাম থেকে চরবাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির দুই ছাত্রী আশরাফুলের মেয়ে আঁখি (৯) ও একই গ্রামের আব্দুল লতিফের মেয়ে লতিফা (৯) নিখোঁজ হয়। ঘটনার চারদিন পর ১ এপ্রিল বুধবার সকালে ওই এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তাদের গলিত ও  খণ্ডিত লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, শিশু দুটির সুরতহাল রিপোর্টে কিডনি ও চোখ অপসারণের চিহ্ন পাওয়া গেছে। তবে গলিত লাশ হওয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তাদের কিভাবে হত্যা করা হয়েছে তা বলা যাবে না।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই হত্যা ঘটনার পর এলাকার কয়েকজন যুবক আত্মগোপনে চলে যাওয়ায় ধারণা করা হচ্ছে এই ঘটনার সাথে সংঘবদ্ধ দল জড়িত থাকতে পারে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তকালে শিশু দুটির মৃতদেহে কিডনি ও চোখ অপসারণের চিহ্ন পাওয়া গেছে। এদিকে এঘটনার পর এলাকায় শিশু ও অভিভাবকদের মধ্যে আতঙ্কাবস্থা বিরাজ করছে।

এমজেড/পিআর