মান্দায় তিন পরীক্ষার্থী বহিষ্কার, ১৪ শিক্ষককে জরিমানা
নওগাঁর মান্দা উপজেলায় চলতি এসএসসি/দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এঘটনায় কেন্দ্র সচিব আব্দুল গফুরসহ ১৪ জন শিক্ষককে কর্তব্য অবহেলায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রেবা আখতার আলিম মাদরাসায় আল-হাদিস পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
বহিষ্কার পরীক্ষার্থীরা হলো, রুবেল হোসেন, মমতা খাতুন ও জান্নাতুন নেছা।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরূজ্জামান বলেন, আল-হাদিস পরীক্ষা চলাকালীন সময় রেবা আখতার আলিম মাদরাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে জমাকৃত কিছু নকল উদ্ধার করা হয়। এছাড়াও ওই কেন্দ্রে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার তাদের বহিষ্কার করা হয়। একই সঙ্গে কর্তব্য অবহেলায় কেন্দ্র সচিব আব্দুল গফুরসহ ১৪ জন শিক্ষককে ১৮৮ ধারা বিধান মোতাবেক প্রত্যেককে সর্বোচ্চ ২০০ টাকা করে জরিমানা করা হয় এবং কেন্দ্র সচিবকে সতর্ক করা হয়।
আব্বাস আলী /আরএআর/পিআর