ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বীরগঞ্জে হাইব্রিড কাবেরী ভূট্টার কৃষক মাঠ দিবস

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০২ এপ্রিল ২০১৫

বীরগঞ্জে গত বৃহস্পতিবার রাসেল সিড কোম্পানীর হাইব্রিড কাবেরী  ভূট্টার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামে ভারতের বিখ্যাত বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কাবেরী সিড কোঃ লিঃ এর বাংলাদেশে এক মাত্র আমদানীকারক প্রতিষ্ঠান রাসেল সিড লিমিটেডের আয়োজনে কৃষক মোঃ গোলাম মোস্তফার প্রদর্শনী প্লটে হাইব্রিড কাবেরী ভূট্টার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসেল সিড কোঃ লিঃ কান্ট্রি ডিরেক্টর মোঃ তোসাদ্দেক হোসেন (লিটু), উদ্যোক্তা কৃষক মোঃ গোলাম মোস্তফা।

আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ উদ্বুদ্ধ করণের লক্ষ্যে উপস্থিত কৃষকদের সাথে নিয়ে প্রদশর্নী প্লট পরিদর্শন করেন। এখানে কৃষকরা অন্য জাতের ভূট্টার সাথে হাইব্রিড কাবেরী ভূট্টার তুলনামূলক পার্থক্য পরীক্ষার করে দেখতে পান কাবেরী হাইব্রিড ভূট্টার ফলন বেশী, দানা বড় এবং প্রাকৃতিক দুর্যোগে সহজে ভেঙ্গে পড়ে না। বিষয়টি জানতে পেরে কৃষকরা আগামীতে এ জাতের ভূট্টা চাষের আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উচ্চ ফলনশীল হাইব্রিড কাবেরী ভূট্টার বিষয়ে কৃষকদের বিস্তারিত তথ্য প্রদান করেন রাসেল সিড কোঃ লিঃ এর বীরগঞ্জ আঞ্চলের মার্কেটিং অফিসার মোঃ মেহেদী হাসান । তিনি জানান, উচ্চ ফলনশীল হাইব্রিড কাবেরী ভূট্টার বাম্পার ফলনে এটি কৃষকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে। এই ভূট্টার গাছ সহজে ঝড়ে ভেঙ্গে পড়ে না। ফলের রং স্বণের্র মত উজ্বল। প্রতিটি মোচা এক সমান। মোচাটি খোসা দ্বারা আবৃত হওয়ার কারণে বৃষ্টির পানি প্রবেশ করে না। ফলে পঁচে যাওয়ার সম্ভবনা কম। প্রতিটি মোচায় দানার পরিমাণ বেশী তাই ফলনও বেশী। এই হাইব্রিড কাবেরী ভূট্টার কৃষকদের কাছে পরিচয় করে দিতে আমাদের আজকের এই প্রয়াস।

প্রদর্শনী প্লটের কৃষক মোঃ গোলাম মোস্তফা বলেন, আমি ২ একর জমিতে হাইব্রিড কাবেরী ভূট্টা চাষ করি। এতে আমার ফলন হয়েছে একরে ১৪০ মণ। এই ভূট্টা চাষে বীরগঞ্জ এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

এমজেড/আরআইপি