সাংবাদিক শিমুল হত্যায় আরও দুইজন গ্রেফতার
দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শাহজাদপুর পৌরসভার বিসিক বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার জান্নাতপুর গ্রামের হাজী জিন্দার আলীর ছেলে হযরত আলী (৪৮) ও বাড়াবিল গ্রামের মৃত আব্দুল মতিন প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম (৪৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী নুরুন নাহারের দায়ের করা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই মিন্টু ও পিন্টুসহ এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ ফ্রেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে মেয়র ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাংবাদিক শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি