ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পতিতাপল্লী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:১১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

জামালপুরের রাণীগঞ্জ পতিতাপল্লী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পল্লীর ৮ নম্বর ঘরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যুবকের পরনে ব্লু জিন্স ও গেঞ্জি ছিল। আনুমানিক ৩৫ বছর বয়সী এই যুবকের পকেট থেকে একটি মোটরসাইকেলের চাবি ও রাস্তা থেকে তার মোটরসাইকেল (জামালপুর-হ-১১-৭১৬১) উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শুভ্র মেহেদী/আরএআর/এমএস