রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ৩৫ পরমাণু বিশেষজ্ঞের বৈঠক
নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কেন্দ্রের (RNPP) মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের প্রেসিডেন্ট লিমারিংকোর নেতৃত্বে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঈশ্বরদীর রূপপুরে আসেন।
মঙ্গলবার সকালে এখানে বৈঠক করেন তারা। বিশ্বের উচ্চপর্যায়ের পরমাণু বিশেষজ্ঞরা এ প্রতিনিধি দলে অংশ নেন।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বেলা ১১টায় ৪টি হেলিকপ্টার যোগে লিমারিংকোর নেতৃত্বে ৩৫ সদস্যের প্রতিনিধি দল প্রকল্প এলাকায় আসেন।
প্রতিনিধি দলে বিশ্বের উচ্চপর্যায়ের পরমাণু বিশেষজ্ঞরা ছিলেন। তারা প্রকল্প এলাকা পরিদর্শন ও প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পরে তারা প্রকল্পের সম্মেলন কক্ষে দীর্ঘ সময় রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষে দায়িত্বরত কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি বা অংশ নেননি। বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাও জানা যায়নি। এমনকি কোনো সাংবাদিকদেরও জানানো হয়নি।
দোভাষিদের দিয়েও বৈঠকে আলোচনার বিষয় জানানো হয়নি। তবে প্রতিনিধি দলের সদস্যরা প্রকল্পের কাজের মান, কাজের অবস্থানসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারেন বলে কেউ কেউ মন্তব্য করেছেন।
প্রকল্প এলাকায় প্রতিনিধি দলের আগমন সম্পর্কে সাংবাদিকদের না জানানো এবং বৈঠকে বাংলাদেশের কর্মকর্তাদের অংশগ্রহণ না থাকায় সাংবাদিকসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিকেল ৪টায় এটমস্ট্রয় এক্সপোর্টের প্রেসিডেন্ট লিমারিংকোর নেতৃত্বে ৩৫ সদস্যের প্রতিনিধি দলটি হেলিকপ্টারযোগে প্রকল্প এলাকা ত্যাগ করেন।
আলাউদ্দিন আহমেদ/এএম/জেআইএম