ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বিজিবি

প্রকাশিত: ০২:১৮ পিএম, ৩০ মার্চ ২০১৫

বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ১৫শ’ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১৫শ’ কেজি ওজনের ৩২টি বস্তায় ভর্তি চাপাতা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চাপাতার মূল্য ৯ লাখ টাকা বলে বিজিবি জানান। উদ্ধারকৃত চাপাতা বেনাপোল কাষ্টমস  হাউসে দেওয়া হয়েছে।

এমজেড/আরআই