ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোগীর কিডনি চুরি : সিভিল সার্জনের হেফাজতে অভিযুক্ত চিকিৎসক

প্রকাশিত: ০৯:০৮ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

নাটোরে রোগীর কিডনি চুরির অভিযোগে আটক চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এমএ হান্নানকে তিন দিনের হেফজতে নিয়েছে জেলা সিভিল সার্জন।

শুক্রবার রাত ১০টার দিকে সিভিল সার্জনের পক্ষে নাটোর সদর থানা থেকে অভিযুক্ত ডা. এমএ হান্নানকে ছাড়িয়ে নেন নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ।

এছাড়া আগামী তিন দিনের মধ্যে মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগী রোগী আসমা বেগমের কিডনি অনুসন্ধানে সকল দায়িত্বও নিয়েছেন তিনি।

এদিকে, তিন দিনের মধ্যে কিডনি অনুসন্ধান করতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে থানায় লিখিত ডায়েরি করেছেন ভুক্তভোগীর স্বামী ফজলু বিশ্বাস।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সদর হাসপাতালের আরএমও’র জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিন দিনের মধ্যে রোগীর পরীক্ষা-নিরীক্ষায় কিডনি না থাকার বিষয়টি নিশ্চিত হলেই তাকে গ্রেফতার করা হবে।

এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিসক ডা. আবুল কালাম আজাদ বলেন , আসমা বেগমের পরিবার ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে নাটোর হাসপাতালে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় অন্য কোনো ক্লিনিকে অথবা হাসপতালে আইভি পরীক্ষা করা হবে। প্রয়োজনে জনসেবা হাসপতাল কর্তৃপক্ষ সে ব্যয়ভার বহন করবে। অথবা রোগীর অভিভাবকরা অন্য কোথাও পুনরায় টেস্ট করাবেন। টেস্টে কিডনি নেই প্রমাণিত হলে ফৌজদারি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, সিভিল সার্জনের পক্ষ থেকে শুক্রবার রাত ১০টার দিকে ডা. আবুল কালাম আজাদ নিজে জিম্মা নিয়ে চিকিৎসক ডা. এম এ হান্নানকে ছাড়িয়ে আনেন। এ সময় বিএমএ ও সাচিব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

এদিকে, ভুক্তভোগী বর্তমানে তার নিজ বাড়ি সিংড়া উপজেলার ছোটচৌগ্রামে অবস্থান করছেন। রোববার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য রোগী আসমা বেগমকে রাজশাহীতে নেয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামীর ফজলু বিশ্বাস বলেন, রোগীর সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের পরই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, কিডনিতে পাথর অপারেশনের নামে কিডনি চুরির অভিযোগে শুক্রবার বিকেলে নাটোরের  বেসরকারি জনসেবা হাসপাতাল থেকে ডা. এমএ হান্নানকে আটক করে পুলিশ। গত দেড় বছর আগে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের স্ত্রী আসমা বেগমকে নাটোরের বেসরকারি জনসেবা হাসপাতালে কিডনিতে পাথর অপারেশন করেন রামেক হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. এমএ হান্নান। অপারেশনের পর থেকেই রোগী অসুস্থ ছিল। সম্প্রতি আবারো ওই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ওই রোগীর ডান পাশের একটি কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে।
 
রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

আরও পড়ুন