সাতক্ষীরায় স্কুলের চাল ধসে নিহত ২
সাতক্ষীরায় স্কুলের চাল ধসে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহতদের নাম সাদ্দাম হোসেন (২০) ও ফরিদুল ইসলাম (১৮)। মাঠে জায়গা না পেয়ে স্কুলের চালে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, স্কুলমাঠে ভোমরা বঙ্গবন্ধু আদর্শ যুব সংঘের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার চৌধুরি মঞ্জুরুল কবীর।আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন শুরু হয়। স্কুল মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এলাকাবাসীর ব্যাপক জনসমাগম হয়। এসময় অনেকেই মাঠে জায়গা না পেয়ে স্কুলের টিনের চালের ওপর অনুষ্ঠান দেখতে ওঠে।
একপর্যায়ে চাল ও দেওয়ালের এক অংশ ধসে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চারজন আহত হয়। নিহত সাদ্দাম হোসেন দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং ফরিদুল ইসলাম একই উপজেলার সেকেন্দ্রা গ্রামের করিম গাজীর ছেলে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
এসএইচএ/এমএস