ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তথ্য অধিকার আইন বিষয়ে যশোরে ওরিয়েন্টেশন

প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৮ মার্চ ২০১৫

তথ্য অধিকার আইনকে জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার নবম-দশম শ্রেণির পাঠ্য বইয়ে তথ্য অধিকার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে, যা তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উলে­খযোগ্য অবদান রাখবে। এ বিষয়ে শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যশোর জেলার ৬টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে যশোর জেলা প্রশাসক ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, সরকার গণমুখী প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তথ্য অধিকার আইন পাস করেছে। আইন পাসের প্রায় ছয় বছর পার হলেও এখনো কাংঙ্খিত জনসচেতনতা সৃষ্টি হয়নি। শিক্ষকদের ওরিয়েন্টেশন আয়োজনের মাধ্যমে তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির এই উদ্যোগ গ্রহণের জন্য এমআরডিআইকে ধন্যবাদ।

তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে শিক্ষকদের সম্যক ধারণা প্রদান সম্ভব হলে তারা ছাত্র-ছাত্রীদের মাঝে সঠিকভাবে আইনটি তুলে ধরতে পারবেন যা ভবিষ্যতে একটি বহুমাত্রিক ফলাফল বয়ে আনবে।

এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, নাগরিক সমাজের চাহিদার প্রেক্ষিতে সরকার নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকে তথ্য অধিকার আইন বিষয়ে পাঠ যুক্ত করেছে। যে শিক্ষকরা এই বিষয়টি পড়াবেন তারা এই আইন বিষয়ে বিস্তারিতভাবে অবহিত নন। তাই এমআরডিআই যে শিক্ষকগণ সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান করেন তাদের জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে।

ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা, আইনের বিধি-বিধান ও এ বিষয়ে শিক্ষকদের করণীয় বিষয় আলোচিত হয়। বিষয়গুলো নিয়ে আলোচনা করেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. পারভেজ হাসান, যশোর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান মো. জাহাঙ্গীর হুসাইন মিঞা, এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার হামিদুল ইসলাম হিলে­াল।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে যশোর জেলার ৬টি উপজেলার ৪১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।

এমআরডিআই, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এই শিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে।

আরএস/পিআর