ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে ফটো সাংবাদিকদের কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ফটো সাংবাদিকদের নিয়ে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী ফটোসাংবাদিকদের সনদপত্র বিতরণ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।

আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সেলিম জাহাঙ্গীর ও কবীর তুহিন।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় গত ২৪ জানুয়ারি এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

রাজশাহী নগরীর অলকার মোড়স্থ মাস্টারসেফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন ফটো সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সমন্বয় করেন পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন।

তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে ফটোজার্নালিস্ট বিষয়ে সেশন পরিচালনা করেন সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব মিডিয়া ফিল্মের অধ্যক্ষ বিশিষ্ট আলোকচিত্রী দীন মোহাম্মদ শিবলী ও সিনিয়র ফটো সাংবাদিক শাহাদাৎ পারভেজ। তারা ফটোগ্রাফির ইতিহাস, বাংলাদেশে ফটো জার্নালিজমের ক্রমবিকাশ, ফটোগ্রাফির কারিগরিতা, ফটো এডিটিং বিষয়ে সেশন পরিচালনা করেন।
 
ফেরদৌস সিদ্দিকী/ এমএএস/পিআর