ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের সভা

প্রকাশিত: ০৯:২০ এএম, ২৫ মার্চ ২০১৫

আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ঝালকাঠির সিভিল সার্জন অফিসে বুধবার জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় এবারে জেলায় ৫ থেকে ১২ বছরের মোট এক লাখ ৩৭ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

এছাড়া পরিবারের সব সদস্য যাতে ওষুধ খায় সেজন্য উদ্বুদ্ধকরণ প্রচারণাও চালানো হবে। এজন্য ৯৩২টি স্কুলে প্রায় ১৪ হাজার ‘ক্ষুদে ডাক্তার’ তৈরি করা হয়েছে এবং শিক্ষকদের তত্ত্বাবধায়নে তারা কাজ করবে বলে সভায় জানানো হয়।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোর্তজা রেজা হারুন, জেলা তথ্য অফিসার মোঃ হাসিবুল হাসান, পৌরসভার প্যানেল মেয়র লতিফা হেলেন, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টিআইবির সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমু, ডা. মোঃ হুমায়ূন কবির, ডা. জাফর আলী খান, ডা. মাহবুবুর রহমান, ডা.এইচএম জহিরুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস, উপজেলা শিক্ষা আফিসার দুলাল কৃষ্ণ হালদার, মা-মনি প্রকল্পের ডেপুটি ম্যানেজার রওশান আরা বেগম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান প্রমুখ বক্তৃতা করেন।

তারা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে সফলভাবে তা বাস্তায়নের লক্ষে সুপারিশমালা পেশ করেন।

এমজেড/পিআর