ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাবির লতিফ হলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৭:২০ এএম, ১৬ আগস্ট ২০১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই সভাপতি পদপ্রার্থীর গ্রুপের নেতাকর্মীদের মধ্যে শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

হলের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১টার দিকে লতিফ হল ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শামীমের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী লাঠি, রড, পিস্তল নিয়ে অপর সভাপতি পদপ্রার্থী মিজানুল হককে হুমকি দেয়। এ সময় হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুজন তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে শামীম গ্রুপের নেতাকর্মীরা পালিয়ে যায়।

পরে মিজানুল গ্রুপের নেতাকর্মীরা হলের মূল গেটে তালা দিয়ে অস্ত্রের মহড়া দেয় এবং তৃতীয় তলায় গিয়ে ৩০১, ৩০৩, ৩০৫ ও ৩১৮ নম্বর কক্ষে ভাঙচুর করে। এ সময় হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ব্যাপারে মিজানুল হক বলেন, ‘আমি রুমে বসে ছিলাম। এমন সময় শামীম কোনো কারণ ছাড়াই অস্ত্র নিয়ে আমাকে মারতে আসেন।’

অন্যদিকে শামীম বলেন, ‘আমরা তাদের মারতে যাইনি। তাদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম। অনিচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটে গেছে।’

বর্তমান সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’