ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রলবোমায় দগ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২১ মার্চ ২০১৫

ফেনীর দাগনভূঞায় পেট্রলবোমা হামলায় দগ্ধ মুক্তিযোদ্ধা ও ট্রাকচালক মো. ইউসুফ খান (৬৭) মারা গেছেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

ইউসূফ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তাঁর শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়। এ ছাড়া আগুনে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

আবাসিক চিকিৎসক আরও জানান, দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ এ পর্যন্ত ১৬ জন বার্ন ইউনিটে মারা গেছেন। চিকিৎসাধীন আছেন আরও ২৬ জন।

শুক্রবার ভোরে কুমিল্লার বুড়িচং থেকে একটি ট্রাক মাছ নিয়ে দাগনভূঞার মাতুভূঞা ব্রিজ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা কয়েকটি পেট্রলবোমা ছোঁড়ে। এ সময় মুক্তিযোদ্ধা ইউসুফ খানসহ পাঁচজন দগ্ধ হন।

দগ্ধদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে।

এসআরজে