মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ছয়জন যাত্রী নিহত এবং আরো দুইজন আহত হয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে।
এ ঘটনায় নিহতরা হলেন, মুক্তাগাছা উপজেলার রামপুর গ্রামের মৃত কদর আলীর ছেলে আলাল (৬০), ও মৃত শাহেদ আলীর ছেলে সমীর তালুকদার (৩৫), মন্ডলসেন গ্রামের নুর মোহাম্মদের ছেলে আকবর আলী (৩২) ও হেলাল উদ্দিনের ছেলে জালালউদ্দিন (৪০), লেংরাবাজার গ্রামের মৃত জহিরের ছেলে সেলিম (৪০) ও দুল্লা গ্রামের শফিকুল ইসলাম (৪৫)। এরা সবাই রিকশাচালক।
রিকশা চালাতে গ্রামের বাড়ি থেকে ময়মনসিংহ শহরে আসার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারায় তারা।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার ভোর ৬টার দিকে মুক্তাগাছা উপজেলার কালিবাড়ি লেংরাবাজার থেকে সিএনজি চালিত অটোরিকশাটি ময়মনসিংহে আসার পথে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের ভাবকির মোড়ে জামালপুরগামী বালুভর্তি একটি ট্রাকের (টাঙ্গাইল-ট-১১-০১৮২) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী আলাল ও সমীর তালুকদার ঘটনাস্থলেই নিহত এবং অপর ছয়জন আহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে আকবর আলী মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান। অপর পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে জালাল উদ্দিন ও সেলিম মারা যায়। অপর তিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুল্লার শফিকুল ইসলাম মারা যায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, মুক্তাগাছা উপজেলার লেংরাবাজারের গ্রামের রফিকুল ইসলাম ও মন্ডেলসেন গ্রামের নিজামউদ্দিন।
মুক্তাগাছা থানা পুলিশের ওসি কামাল হোসেন ছয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
এমএএস/পিআর