ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০২:০৬ পিএম, ২০ মার্চ ২০১৫

পাহাড়ে চাঁদাবাজি, গুম, সন্ত্রাস, অপহরণ এবং পাহাড়ী বাঙালি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাগো পার্বত্যবাসী নামের একটি সংগঠন। শুক্রবার বিকেল ৫টার দিকে তারা বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানবন্ধনে পাহাড়ে শান্তি-সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সংগঠনটির নেতারা । এর আগে তারা বান্দরবানের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে । শতাধিক মানুষ ফেস্টুন আর ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির নেতা আবিদুর রহমান, আব্দুল জলিরসহ আরো অনেকে। পাহাড়ে চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে আরো কর্মসুচি দিবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

এসএইচএ/পিআর