ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হককে (৪০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মধ্যবাজার এলাকায় আজিজুলকে পায়ে ও বুকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

আহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে আজিজুলের ওপর হামলা হয়েছে। আর এ কাজ করিয়েছে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিসুল হক ও তার লোকজন।

স্বজনরা আরও জানান, গত পৌর নির্বাচন নিয়ে আজিজুল ও আনিসুলের বিরোধ ছিল। ওই সময় আজিজুল তার মা রাবেয়া খাতুনকে (৬৫) হত্যার অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে  একটি মামলা দায়ের করেছিলেন। আর এর প্রতিশোধ নিতেই আজ আজিজুলের ওপর হামলা হয়েছে।

এ বিষয়ে গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুবুল আলম জানান, একটি হত্যা মামলার বাদী ছিলেন আজিজুল। ওই মামলার আসামিরাই তাকে কুপিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, ২০১৫ সালের অনুষ্ঠিত পৌর নির্বাচনে আজিজুল হক কমিশনার প্রার্থী ছিলেন। ১৬ ডিসেম্বর রাতে বাড়িতে নির্বাচনী সভা করার সময় আনিসুলের লোকজন সেখানে হামলা করে। ওই হামলায় আজিজুলের মা রাবেয়া খাতুন মারা যান। সেই মামলাটি এখন আদালতে বিচারাধীন।

আরএআর/পিআর