ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৯ মার্চ ২০১৫

মামলার আসামি হয়ে কারাগারে আটক থাকায় সরকার ঝালকাঠি পৌরসভার মেয়র মো. আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পৌর-১) মো. খলিলুর রহমানের স্বাক্ষরে প্রজ্ঞাপন দেয়া হয়েছে।

এতে বলা হয়, আফজাল হোসেন ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-২৭/২০১৫ (ধারা-১৪৮/৫০৬/৩২৩/৩৮৫/৩৮৬) নং মামলার আসামি হিসেবে বর্তমানে কারাগারে আটক থাকায় তার দ্বারা মেয়র এর ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় সরকারের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১ (১) ধারার বিধান অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। প্রজ্ঞাপনে, পৌরসভার প্যানেল মেয়র-১ প্রনব কুমার নাথ ভানুকে অনতিবিলম্বে মেয়রের দায়িত্বভার গ্রহণের জন্য অনুরোধ জানানোসহ স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর বিধি ৩১ (২) এর বিধানমতে মেয়র এর অনুপস্থিতিতে মেয়রের এর দায়িত্ব (আর্থিক দায়িত্বসহ) পালন করার জন্যও নির্দেশ দেয়া হয়।

এমএএস/আরআই