ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় নকল ফেনসিডিল কারখানা উচ্ছেদ

প্রকাশিত: ০৫:১৯ এএম, ১৯ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নকল ফেনসিডিল তৈরির কারখানা উচ্ছেদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যায় উপজেলার দর্শনা টাওয়ার পাড়ার মো. মিনহাজ উদ্দিনের (৫০) বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা। তিনি জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ ফেনসিডিল তৈরির সরঞ্জামাদি ও উপকরণসহ কারখানার সন্ধান পায় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মিনহাজ পালিয়ে যায় বলে তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, একটি আসল ফেনসিডিল হতে ৮/১০টি নকল ফেনসিডিল তৈরি করার কাজে উল্লেখিত সরঞ্জামাদি/ উপকরণ ব্যবহার করে আসছিল মিনহাজ। উদ্ধারকৃত আলামতসহ মিনহাজকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামানের তত্ত্বাবধানে উথলী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।

জেইউ/বিএ/এমএস