ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে পাহাড় কাটার সময় আরএস প্রপার্টিজের ২০ শ্রমিক গ্রেপ্তার

প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৮ মার্চ ২০১৫

আরএস প্রপার্টিজ নামের একটি আবাসন প্রতিষ্ঠানের শ্রমিকদের চট্টগামের প্রবর্তক মোড়ে অবৈধভাবে পাহাড় কাটার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে প্রবর্তক পাহাড় কাটার সময় এই ২০ শ্রমিককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।

তিনি জানান, আরএস প্রপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের নিয়োগ করা ওই শ্রমিকরা পাহাড় কাটছিলেন। এ সময় তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

অবশ্য এ বিষয়ে কথা বলার জন্য আরএস প্রপার্টিজের কাউকে পাওয়া যায়নি।

এসআরজে