ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশিত: ০২:২২ পিএম, ১৬ মার্চ ২০১৫

ঝিনাইদহ কালীগঞ্জের কোলাবাজারের পাটকাঠির হাটে আগুন লেগে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর ১২ টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় কোলাবাজারের পাটকাঠি হাটের  পল্লী বিদ্যুতের তারে হঠাৎ আগুন ধরে যায়।  আগুন পাশের পাঠকাঠির স্তুপে ছড়িয়ে পড়ে। এতে ৮ ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষাধিক টাকার পাঠকাঠি পুড়ে যায়। আগুনে গোলাম রসুল নামের এক মুদি ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আলামিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অধিকাংশ পাঠকাঠি পুড়ে গেছে। এসময় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসএইচএ/আরআই