লক্ষীপুরে ৫০ যানবাহনে অগ্নিনির্বাপণ স্থাপন
লক্ষীপুরে যাত্রীবাহী গাড়ি সহ ৫০টি যানবাহনে অগ্নিনির্বাপণ স্থাপন করা হয়েছে। হরতাল ও অবরোধে গাড়িতে নাশকতা ও অগ্নিসংযোগ থেকে রক্ষায় লক্ষীপুর জেলার বিভিন্ন বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে এ অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের পৌর বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে যানবাহন মালিকদের হাতে অগ্নিনির্বাপণ যন্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একে টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া, উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সালাহ উদ্দিন প্রমুখ। এ সময় জেলা বাস মালিক, শ্রমিক, বিআরটিএসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক একে টিপু সুলতান বলেন, বিদেশে অগ্নিনির্বাপক যন্ত্র ছাড়া চালকরা রাস্তায় গাড়ি চালাতে পারেনা। কিন্তু বাংলাদেশে দুর্ঘটনা ও অগ্নিসংযোগ থেকে রক্ষা পেতে গাড়িগুলোতে কোনো ধরনের যন্ত্র স্থাপন করা হয় না। বর্তমানে হরতাল ও অবরোধের নামে কিছু নাশকতারী গাড়িতে পেট্টলবোমা ও অগ্নিসংযোগ করে। এতে গাড়িসহ জানমালের ক্ষয়ক্ষতি হয়। এ ধরনের নাশকতা থেকে গাড়ি ও মানুষের জীবন রক্ষা করতে অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের উদ্যোগে নেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব বাস, ট্রাক, সিএনজিসহ অন্যান্য গাড়িতে এ যন্ত্র স্থাপনের উদ্যোগে নেয়া হবে বলে তিনি জানান।
এসএইচএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু