ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ১০৪২ শিক্ষার্থী

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৫ মার্চ ২০১৫

যশোরে প্রাথমিকে এক হাজার ৪২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে টেলেন্টপুলে ৩৭৪ জন এবং সাধারণ গ্রেডে পেয়েছে ৬৬৮ জন শিক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রতন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা অফিস জানিয়েছে, এক হাজার ৪২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সদর উপজেলায়। এখান থেকে ১০০ জন টেলেন্টপুলে ও ৯৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মণিরামপুর উপজেলা। এখান থেকে ৫৭ জন টেলেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১০৬ জন। এরপর শার্শা থেকে ৪৭ জন টেলেন্টপুলে ও ৮২ জন সাধারণ গ্রেডে। এছাড়া বাঘারপাড়া থেকে ২৭ জন টেলেন্টপুলে ও ৭৪ জন সাধারণ গ্রেডে, ঝিকরগাছা থেকে ৪৩ জন টেলেন্টপুলে ও ৮২ জন সাধারণ গ্রেডে, কেশবপুরে ৩২ জন টেলেন্টপুলে ও ৭৪ জন সাধারণ গ্রেডে এবং অভয়নগরে ৩২ জন টেলেন্টপুলে আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৭০ জন।

এমএএস/আরআই