ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নৌকায় বসে নদী বাঁচানোর কর্মসূচি

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৪ মার্চ ২০১৫

নদ-নদী বাঁচাতে মৌলভীবাজারে অভিনব কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে শনিবার দুপুর ১২টায় মনু নদীর চাঁদনীঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, নদীর গল্পকথা শিরোনামে নৌকায় বসে আলোচনা সভা করে বাপা। এ সভায় বক্তারা নদ-নদীর অবাধ পানিপ্রবাহ রক্ষা ও নদী ধ্বংসকারী বাঁধ প্রত্যাহারের দাবি জানান।

বাপার জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জেলা যুগ্ম সম্পাদক শিবপ্রসন্ন ভট্টাচার্য, কবি ওবায়দুর রহমান ছালিক, সাংস্কৃতিক কর্মী আনোয়ার হোসেন দুলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এএইচ/পিআর