ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে বিএনপির নেতাকর্মীরা ‘শ্যোন অ্যারেস্ট’ আতঙ্কে

প্রকাশিত: ১১:১০ এএম, ১৪ মার্চ ২০১৫

সিলেটে বিএনপির নেতাকর্মীরা শ্যোন অ্যারেস্ট আতঙ্কের ভুগছে। তাই হরতাল-অবরোধে ইতোমধ্যে মাঠ ছেড়েছে তারা। দলটির প্রায় ৬শ নেতাকর্মী সিলেট কারাগারে বন্দি। সবাইকেই একাধিক মামলায় শ্যোন অ্যারেস্ট  দেখিয়েছে পুলিশ।

কারাগার সূত্র জানায়, সিলেটে বিএনপি-ছাত্রদলের অন্তত ৬শ নেতাকর্মী কারাগারে বন্দি। আটকদের ওপর বেশিরভাগই নাশকতার মামলা। সিলেট মহানগর বিএনপি নেতা জামিন পেয়েছিলেন, কিন্তু তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে আরও ৪টি মামলায়। মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমের ওপর আছে আরও ১০টি মামলা।

বিএনপির একটি সূত্র জানায়, সিলেট বিএনপির নেতাকর্মীরা বেশিরভাগই এখন আত্মগোপনে। আগে মাঠে ঝটিকা মিছিল অব্যাহত রেখেছিল বিএনপি। এখন তাও নেই। এর প্রধান কারণ শ্যোন অ্যারেস্ট। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে গ্রেফতার আতঙ্ক। গ্রেফতার হলেই একাধিক পেন্ডিং মামলায় শ্যোন অ্যারেস্ট করে পুলিশ। তাই মাঠে নামতে যত ভয়।

সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামিম জানান, সিলেটে বিএনপির নেতৃত্বে বেশিরভাগই প্রবীণ নেতা। তাই তারা পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গ্রেফতার এড়ানোর জন্যই মাঠে নামছেন না। মাঠে নামলেই নেতাদের ওপর একাধিক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। যা এই বয়সে এসে অনেক নেতার পক্ষে সম্ভব নয়। তাই মাঠের আন্দোলন গরম রাখার দায়িত্ব ছাত্রদলের।

ছাত্রদলের সূত্র জানায়, সিলেটে দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির নেতারা মাঠে নেই। তারা ধরাছোঁয়ার বাইরে। কিছুদিন আগেও ঝটিকা মিছিল করে মাঠ সরগরম রেখেছিলেন পদহীন নেতারা। তারাও ক্লান্ত। তার ওপর এসব নেতাদের বাসায় পুলিশি তল্লাশি থাকায় তারা দূরে আত্মগোপনে আছেন।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ বলেন, হরতাল-অবরোধ চলছে। এখনো বিএনপি চাচ্ছে সংলাপের মাধ্যমে সমাধান।

সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার সেলিম বলেন, সংলাপের কথা বলা হচ্ছে। এমন সময় মাঠে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হবে। বিএনপি সংলাপ চায়। তাই সেই পরিবেশের জন্য, নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির কারণেও মাঠে নামতে পারছে না সিলেট বিএনপি।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, যারা নাশকতার ঘটনায় জড়িত, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃত অনেকেই একাধিক স্থানে মিছিল করে নাশকতা ঘটিয়েছেন। যে কারণে পেন্ডিং মামলাও আছে। সেই সব মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।

এমএএস/আরআই