কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন।
বুধবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে সালাহ উদ্দিন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চকরিয়ার হারবাং বরইতলী এলাকার শফি উদ্দিনের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নিজাম উদ্দিন জানান, কক্সবাজারগামী শাহ আমিন (চট্ট মেট্রো-ব-১১-৭৩৩) চেয়ার কোচের সঙ্গে একটি চকরিয়াগামী হাইয়েজ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে গুরুতর আহত আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্য দু’জনের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ