সাভারে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চার ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ৮৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির দুই লাখ টাকা জব্দ করা হয়।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করে র্যাব-২ ব্যাটালিয়ন সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারি পরিচালক (গণমাধ্যম) সিনিয়র এএসপি মারুফ আহমেদ।
তিনি জাগোনিউজকে বলেন, শনিবার সকালে র্যাব-২ এর একটি দল জানতে পারে সাভারের হেমায়েতপুর এলাকার হাজী মোহাম্মদপুরের জনৈক শফিকুল ইসলামের বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকসহ ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, বাস-ট্রাক শ্রমিক, জনবহুল এলাকায় এ ব্যবসা করে আসছে তারা।
মারফ আহমেদ আরও বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা যেসব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তা যাচাই বাছাই করে মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালাবে র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/বিএ/আরআইপি