ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘ঋণগ্রস্থ থাকার কারণে আমি আত্মহত্যা করেছি’

প্রকাশিত: ০২:২৫ পিএম, ১২ মার্চ ২০১৫

সিলেট নগরীর বন্দরবাজার মহাজনপট্টি এলাকার একটি গেস্ট হাউজ থেকে রেজাউল করিম (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোতয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এ সময় একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।  চিরকুটে লেখা রয়েছে ‘ঋণগ্রস্থ থাকার কারণে আমি আত্মহত্যা করেছি’। নিহত রেজাউল করিম শাহপরান থানার খদিমপাড়া ইউনিয়নের চকগ্রাম এলাকার বাসিন্দা মৃত আলী আশরাফের ছেলে।

কুশিয়ারা গেস্ট হাউসের ম্যানেজার শামীম রেজা জানান, গত বুধবার রাতে রেজাউল করিম আমাদের গেস্ট হাউসের ৪র্থ তলায় ৭নং রুমে উঠেন।

রুম বুকিং দেওয়ার সময় তিনি জানান, বৃহস্পতিবার ভোরে তার আত্মীয় বিদেশ থেকে আসবেন। এছাড়াও তিনি তার পেশা ব্যবসা বলে জানিয়েছিলেন। সকালে গেস্ট হাউসের কর্মচারী রুম চেকআপ করার জন্য তাকে ডাকাডাকি করে। তখন রুমে থাকা রেজাউল কোনো কথা না বলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে কোতোয়ালি থানার এসআই ইলিয়াসের নেতৃত্বে একদল পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেজউল আত্মহত্যা করার আগে একটি চিরকুট লেখে গেছে। ঋণগ্রস্ত থাকার কারণে সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে চিরকুটে উল্লেখ করেছে।

এমএএস/আরআই