ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৫:২৬ এএম, ১২ মার্চ ২০১৫

রাজশাহী জেলায় বৃহস্পতিবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দু’পক্ষের বৈঠক শেষে বুধবার রাত দিকে এ ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা। 

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দিয়েছিলেন পরিবহন শ্রমিক নেতারা।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী জানান, উদ্ভূত পরিস্থিতে বুধবার রাতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে শেষে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যকার সংকট নিরসন করা হয়।

বৈঠকে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর  হোসেন ও শাহমুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচএ/এমএস