ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে তিনশ মণ জাটকা জব্দ

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১১ মার্চ ২০১৫

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাকরঝা এলাকা সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে চার লাখ মিটার পাই (বেড়) জাল এবং তিনশ’ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় একটি নৌকাও জব্দ করা হয়।

বুধবার বিকেল ৫টার দিকে এই অভিযান চালানো হয়।

বরিশাল কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. অমিনুল হক জানান, গোপন সংবাদে কোস্টগার্ড সদস্যরা কালাদর নদীতে অভিযান চালিয়ে তিনশ মণ জাটকা ইলিশ, একটি জেলে নৌকা এবং চার লাখ মিটার পাই (বেড়) জাল জব্দ করেছে।

উদ্ধার করা পাই (বেড়) জালের মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা বলে জানান কন্টিনজেন্ট কমান্ডার মো. অমিনুল হক।

তবে অভিযান চলাকালে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। জব্দ করা মাছ বরিশালে এনে দরিদ্র ও এতিমখানায় বিতরণ করা হবে বলে জানান তিনি।

এমএএস/পিআর