মেয়র গফুর হত্যার দায় স্বীকার করলো মিম
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র আব্দুল গফুর সরকারকে খুনের দায় স্বীকার করে আদালতে অবশেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কথিত ডা. জান্নাতুল সালমা মিম। সোমবার অতি গোপনে ১৬৪ ধারায় আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পবা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আব্দুল মতিন মিমের জবানবন্দি রেকর্ড করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করার জন্য তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাকে আদালতে হাজির করা হয়।
মেয়র গফুর নিখোঁজের ঘটনায় গত ২৩ জানুয়ারি ঢাকার সংসদ ভবন এলাকা থেকে পুলিশ মিমকে গ্রেফতার করে। এরপর গত ২৭ ফেব্রুয়ারি চারদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চারদিনের রিমান্ড শেষে আরও সাত দিনের রিমান্ড বর্ধিত করে আদালত। এর পর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গত ৪ মার্চ ঢাকার আজিমপুর গোরস্থান থেকে মেয়র গফুরের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মেয়র আব্দুল গফুর সরকার গত ৩১ ডিসেম্বর ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ হয়। তার নিখোঁজের ঘটনায় ১৯ জানুয়ারি মেয়রের স্ত্রী ফজিলাতুন্নেসা পারুল বাদি হয়ে পবা থানায় একটি অপহরণের মামলা করেন। মামলার প্রেক্ষিতে কথিত চিকিৎসক মিম ও তার দুই বোনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।
বিএ/আরআই