ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১২ ও ১৩ মার্চ বান্দরবানে হরতাল

প্রকাশিত: ০৮:০৪ এএম, ১০ মার্চ ২০১৫

বান্দরবানে দুই দিনের হরতাল ডেকেছে জাগো পার্বত্যবাসী নামের একটি সংগঠন। পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, গুম-অপহরণ, নির্বিচারে পাহাড়ি-বাঙালি হত্যা ও শান্তি-সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ১২ ও ১৩ মার্চ এ হরতালের ডাক দিয়েছে তারা।

মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের আহ্বায়ক আবিদুর রহমান এ ঘোষণা দেন। পাহাড়ে অরাজকতার জন্য তিনি সন্তু লারমাকে দায়ী করে সবাইকে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আগামী ১৩ মার্চ পার্বত্য জেলার জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা শৈলপ্রপাতের ফারুকপাড়ায় জেএসএসের সম্মেলন উপলক্ষে ১২ মার্চ বান্দরবান আগমন করার কথা রয়েছে।

সন্তু লারমার বান্দরবানে প্রবেশের প্রতিবাদে এ হরতাল আহ্বান করে জাগো পার্বত্যবাসী। এ সময় জাগো পার্বত্যবাসীর সিরাজুল ইসলাম, আবদুল জলিল, কামাল উদ্দিন, সোহাগসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমজেড/বিএ/আরআই