ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৯ এএম, ১০ মার্চ ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (২৫) নামের এক কলেজ ছাত্র মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমরান নতিপোতা ইউনিয়নের চারুলিয়া খাঁ পাড়া গ্রামের জামাত আলীর ছেলে।

ইমরানের পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরান নিজেই তার কক্ষের বিদ্যুৎ লাইন এর সুইজ ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন। প্রতিবেশীরা মুমুর্ষূ অবস্থায় ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. চাঁদ সুলতানা তাকে মৃত ঘোষণা করেন। সে চুয়াডাঙ্গা সরকারী কলেজ বিএসএস শেষ বর্ষের ছাত্র ছিল।

এসএইচএ/আরআইপি