ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে দুই মাস ডেমু ট্রেন বন্ধ : ভোগান্তিতে যাত্রী

প্রকাশিত: ০৫:৪৫ এএম, ১০ মার্চ ২০১৫

অবরোধ ও হরতালে নাশকতার আশংকায় পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে গত দুই মাস ধরে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  ডেমু ট্রেন বন্ধ থাকায়  যাত্রীসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন থেকেই এই ট্রেন বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য যাত্রীবাহী ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রাখা ডেমু ট্রেন পার্বতীপুর রেলওয়ে লোকো সেডে নিরাপদে রাখা হয়েছে।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এই ট্রেন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলেই ট্রেন আবারও যথারিতি চলাচল করবে।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান বলেন, পুলিশি তৎপরতার কারণে এ পর্যন্ত এই এলাকায় নাশকতা মূলক কোন কর্মকান্ড সংঘটিত হয়নি। তবে নাশকতার আশংকায় অত্যাধুনিক ডেম্যু ট্রেন রেলওয়ের কর্তৃপক্ষের নিদের্শে বন্ধ রাখা হয়েছে।

২০১৩ সালের ২৭ আগষ্ট  ঠাকুরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেন আনুষ্ঠানিক ভাবে চালু হয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে লালমনিরহাট অভিমুখে ছেড়ে যায়। পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ৯৪ কিলোমিটার রেলপথের ৫টি রেলষ্টেশন চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ ও  ঠাকুরগাঁও এ ডেমু ট্রেনটি যাত্রা বিরতি করে। ঘন্টায় ৭০ কিলোমিটার গতি সম্পন্ন ৩’শ  যাত্রীর ধারণ ক্ষমতার ৩টি বগীর  প্রতিটি ডেমু ট্রেনে ১’শ ৪৯ জন যাত্রীর বসার ও ১’শ ৫১ যাত্রীর দাঁড়িয়ে গন্তব্যে যাতায়াত ব্যবস্থা রয়েছে।

এসএইচএ/আরআইপি