ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইএসের হাতে আটক হেলালের বাড়িতে কান্নার মাতম

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৯ মার্চ ২০১৫

লিবিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর হাতে আটক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হেলাল উদ্দিনের বাড়িতে চলছে কান্নার মাতম।

সোমবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য’র মাধ্যমে খবর পাওয়ার পর থেকেই অজানা আশঙ্কায় চলছে ও বাড়িতে কান্নার মাতম।

হেলাল উদ্দিনের স্ত্রী ৫ সন্তানসহ পরিবারের সদস্যদের সরকারের কাছে দাবি তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে ফিরিয়ে পাওয়ার।

পরিবার সূত্র জানায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের মৃত আমাত শেখের ছেলে হেলাল উদ্দিন অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ২০০৯ সালে পাড়ি জমায় লিবিয়ায়। বিদেশে গিয়ে হেলাল উদ্দিনের উপার্জিত টাকায় স্ত্রী আলেয়া বেগম, দুই ছেলে রুবেল (১৫), সোহেল (৮) ও তিন মেয়ে হেলেনা (১৭), জোসনী (১৬) এবং তাহমিনার (৫) বড় সংসারে অভাব কিছুটা কমেও আসে। প্রায় দশ মাস আগে লিবিয়া থেকে পরিবারের সাথে দেখা করতে দুই মাসের জন্য বাড়িতেও এসেছিলেন হেলাল উদ্দিন। কিন্তু, সোমবার বিকেলে স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে আইএস জঙ্গিদের হাতে হেলাল উদ্দিনের অপহরণের কথা জানতে পেয়ে পরিবারের লোকজনের মধ্যে অজানা আশঙ্কা বিরাজ করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির অপহরণের ঘটনায় স্ত্রী, সন্তানসহ পরিবারের লোকজনের বুকফাটা কান্নার মাতমে হেলাল উদ্দিনের বাড়ির পরিবেশ ভারি হয়ে উঠেছে।



প্রতিবেশিরাও খবর জানতে ভিড় করছে হেলাল উদ্দিনের বাড়িতে। সরকারের কাছে হেলাল উদ্দিনের স্ত্রী, সন্তানসহ পরিবারের এখন একটিই দাবি তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিতে যাতে সুস্থ অবস্থায় ফিরে আসে।

জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান জানান, লিবিয়ায় আইএস জঙ্গিদের হাতে আটক হেলাল উদ্দিনকে যাতে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই জন্য প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে হেলাল উদ্দিনের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাসের কথা জানান।

এমএএস/পিআর