ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ছাত্রলীগ কর্মীকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৯ মার্চ ২০১৫

কুমিল্লার সদর দক্ষিণে মো. আবদুল্লাহ আল-ফরহাদ রিফাত (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহত রিফাত উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত. মো. মিজানুর রহমানের ছেলে। সে চৌয়ারা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং স্থানীয় ছাত্রলীগকর্মী।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌয়ারা বাজার সংলগ্ন সোনাইছড়ি খালে দেহ থেকে মাথা আলাদা রিফাতের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থায়ীয় যুবলীগ নেতা মো. আমান উল্যাহ জাগোনিউজকে জানান, শুক্রবার দুপুরে রিফাত মোটার সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে জানা যায় সে বন্ধুদের সাথে ভারতীয় সীমান্ত এলাকায় দাওয়াত খেতে গেছে। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তার আর কোন খোঁজ মেলেনি। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌয়ারা বাজার সংলগ্ন সোনাইছড়ি খালের মধ্যে স্থানীয়রা তার মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।  এ খবর চারপাশে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জাগোনিউজকে তথ্যটি নিশ্চিত করেন।

এসএইচএ/আরআইপি