সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফকির পাড়া গ্রামের সিএনজি অটোরিকশা চালক তোফান আলীর সাথে পার্শ্ববর্তী হাফিজটুলা গ্রামের রিকশাচালক সোহেল মিয়ার রাস্তায় গাড়ি সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এসএইচএ/পিআর/ এমএএস