বাল্য বিয়ে থেকে রক্ষা পেল হিমা
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণীর ছাত্রী হিমা খাতুন (১২)।
হিমা নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ পূর্ব কান্দিপাড়ার আব্দুল হাকিমের মেয়ে ও কচুগারী আনন্দ স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, শুক্রবার রাতে গোপনে প্রতিবেশি আইয়ুব আলীর ছেলে আরিফ (২০) এর সাথে নাবালিকা স্কুল ছাত্রী হিমার বিয়ে দেয়ার প্রস্তুত্তি চলছিল। খবর পেয়ে শুক্রবার দুপুরেই গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের পরামর্শক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ও উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক আত্হার হোসেনের নেতৃত্বে সাতজনের একটি টিম ওই বিয়ে বাড়িতে পৌঁছে মেয়ের অভিভাবকদের ওই বাল্য বিয়ে বন্ধ করার নির্দেশ দেয়।
হিমার বাবা-মা তাদের ভুল স্বীকার করে বিয়ে বন্ধ করে দেয়।
এলএ/পিআর